সড়কে নির্মাণ সামগ্রী ২০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভবন নির্মাণ করতে সড়কের উপর ইট, বালু ও খোয়া রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় এক ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১২ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটগাতী বাসস্ট্যান্ডের পাশে ভবন নির্মাণের জন্য সড়কের উপর ইট, বালু ও খোয়া রাখায় হাফেজা হাবিবা নামের ভবন মালিককে মহাসড়ক আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ হাসান সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ভবন নির্মাণ করতে সড়কের উপর মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই ভবন মালিক পৌরসভা থেকে নকশার অনুমোদন না করে ভবন নির্মাণ করছিলেন। তাই পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।
(টিবি/এএস/জানুয়ারি ১৩, ২০২৬)
