ঈশ্বরদীতে নবীন প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় নবীন প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত ‘প্রতিশ্রুতি পথের পাঠশালা’ স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
গত রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলে পুরো স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাস।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার সভাপতি হাসান চৌধুরী, সহ-সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রকিব, কার্যকরী সদস্য মেহেদী হাসান, পাপিয়া সুলতানা, সানজিদা খাতুন, আজিজ হোসেন এবং গণমাধ্যমকর্মী রঞ্জন কুমারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত পড়াশোনা এবং বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললে একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়া সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বলেন, নতুন বই পাওয়ায় তাদের সন্তানরা আরও নিয়মিত ও মনোযোগের সঙ্গে লেখাপড়ায় অংশ নিতে উৎসাহিত হবে। এ ধরনের উদ্যোগ শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা ও জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এসকেকে/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)
