রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী আর্মি ক্যাম্প (১৫ আর ই ব্যাটালিয়ান) হতে যৌথবাহিনীর এক মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ হাসিবুল হাসান শান্ত (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হাসিবুল হাসান শান্ত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের মনজুর মোল্লার ছেলে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টা হতে বেলা ২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্ব স্থানীয় রায়পুর পশ্চিম চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনীর অভিযান শেষে বেলা পৌনে ৩টার দিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করে গ্রেপ্তারকৃত হাসিবুল হাসান শান্ত'র বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উত্তরাধিকার ৭১ নিউজকে জানিয়েছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন।

(আরআর/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)