রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ইয়াবা, নগদ টাকা ও স্মার্টফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সেনা সদস্যরা লোহাগড়া উপজেলার টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার আশপাশে তল্লাশি অভিযান চালান।

অভিযানকালে ওই এলাকা থেকে আসলাম শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসলাম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মো. আজগর শেখের ছেলে।

সেনা সদস্যরা আটককৃত ব্যক্তির কাছ থেকে ২৫০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন এবং নগদ ৩৮ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। পরবর্তীতে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এএস/জানুয়ারি ১৪, ২০২৬)