আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ 

গতকাল বুধবার বাদ মাগরিব উপজেলার আটপাড়া ইউনিয়নের দেওপাড়া খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আটপাড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ- ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

আটপাড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ বাবুল শেখের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবুল জলিল, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

(এআই/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)