সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের খাগৈড় গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার।

এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক সরেজমিনে উপস্থিত হয়ে মোঃ সাহেব আলী শেখ (৩৬) ও মো: তামিম মাতুব্বর (২৫) কে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার বলেন, আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সালথা উপজেলার খাগৈর গ্রাম এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ড্রেজার মেশিন অকেজো ও প্রায় দুইশো মিটার পাইপ ভেংগে ফেলা হয়।

(এএন/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)