সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নারী ও অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ সাব্বির আল রাজ (২০) সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনপিসি)-এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী মেম্বার (সাবেক মেম্বার)সহ মোট ৭ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন তাঁর মামার পরিবারের ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা দা, চাপাতি, লোহার রড, হকিস্টিক ও লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইলিয়াসদি চকের বাড়িতে তাঁর মামা আনামত উল্লাহর বসতবাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করে। এ সময় আনামত উল্লাহকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মেজো মামা মোঃ মোস্তফা (৩০), নানী গুলে আক্তার (৬০) ও মামী মোসাঃ কাজলী (২৩) আক্রান্ত হন। অভিযোগে বলা হয়, হামলায় মোঃ মোস্তফার বাম পা থেঁতলে যায়, বৃদ্ধা গুলে আক্তারকে মারধর ও চুল ধরে টানা-হেঁচড়া করা হয় এবং অন্তঃসত্ত্বা মোসাঃ কাজলীর পেটে লাথি মারা হয়।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

অভিযুক্ত আনোয়ার মেম্বার বলেন, ছেলেটা মাদকসেবী রাজনৈতিক পরিচয় দিয়ে মাদকদ্রব্য কেনা-বেচা করে। তার প্রতিবাদ করায় আমাদেরকে মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ করেছে।

এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৬)