তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় গোপালগঞ্জ- ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্রার মনোনয়ন পত্র বৈধের ঘোষণা দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

প্রার্থী রিয়াজ মোল্রা জানান, মনোনয়নপত্র জমা দেয়ার দিন একটি কাগজ জমা দিতে দেরী হওয়ায় তার মনোনয়নপত্র নির্দিষ্ট দিনে জমা নেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। যে কারণে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করেন। তারই পেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।

এসময় প্রার্থী ও তার সমর্থক, জেলা নির্বাচন অফিসার এবং গণিমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

(বি/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)