নীহার রঞ্জন কুন্ডু ময়মনসিংহ : ময়মনসিংহ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল ওয়াহাব আকন্দ ওয়ালিদের পক্ষে ১১ নাম্বার ওয়ার্ডে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ময়মনসিংহ বিএনপি ১১ নাম্বার ওয়ার্ডবাসী।

প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মোঃ রোকনুজ্জামান সরকার রোকন (সদস্য সচীব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি), মোঃ এনামুল হক লিটন আকন্দ (মহানগর কৃষক দল সভাপতি ময়মনসিংহ), কৃষিবিদ আবুল খায়ের দীপু মহানগর কৃষক দল আহবায়ক ময়মনসিংহ, মোঃ ইকবাল সাধারণ সম্পাদক ১১ নাম্বার ওয়ার্ড বি এন পি ময়মনসিংহ।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোঃ খসরু, সৈয়দ সামিউর রহমান, মোঃ আব্দুল হানিফ সরকার, মো: তৈহিদ সহ স্থানীয় বি এন পি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃরোকনুজ্জামান সরকার রোকন বলেন জাতিধর্ম নির্বিশেষে এই দেশ আমাদের সকলের, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এর লক্ষে আমাদের ধানের শীষে ভোট দিতে হবে, তিনি সবাইকে এ ব্যাপারে যথাযথ ভাবে ভোট দিতে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা করার আহবান জানান ও ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।

সার্বিক ব্যাবস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব কৃষিবিদ আবুল খায়ের দীপু। তিনি বলেন, সাবেক রাষ্টপ্রতি জিয়াউর রহমানের আদর্শের অনুপ্রাণিত হয়ে বিএনপির জন্য এবং ধানের শীষকে সর্বোচ্চ ভোট পেয়ে ময়মনসিংহ উন্নয়নের রুপরেখা বাস্তবায়নের লক্ষে আব্দুল ওয়াহাব আকন্দর ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। পরিশেষে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল সমাপ্ত হয়।

(এনআরকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)