রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রায়হাতুল ইসলাম অপু। সে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়হাতুল ইসলাম অপু শসা ভর্তি নসিমন নিয়ে নাভারন থেকে কলারোয়ায় যাচ্ছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সে কোটা নাভারন-সাতক্ষীরা সড়কের কলারোয়ার কোটা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামি একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা মেরে চলে যায়। এতে নসিমন উল্টে ঘটনান্থলেই তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন জানান, দ্রুতগামি বাসটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)