শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ 

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলহাজ্ব মমিন আলীর নিজ বাড়ী কোলাপাড়ার হোয়াইট হাউজে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান অরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ ০১ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মমিন আলী।

ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক কামরুজ্জামান পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সাঃ সম্পাদক আওলাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া, শ্রমিকদলের সাবেক সভাপতি নাফিস খান, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল হোসেন, বিএনপি নেতা মামুন খান,যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাঃ সম্পাদক স্বাধীন,সাবেক সভাপতি এনামুল হক টিপু, সাঃ সম্পাদক মোকসেদুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি সনেট, সাঃ সম্পাদক নাহিদ হোসেন, ছাত্রনেতা কবির হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(এআই/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)