কালুখালীতে দিনব্যাপী পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে দিনব্যাপী পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা মোঃ রফিকুল ইসলাম রতন-এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, স্কুল ফিডিং চালুর ফলে শিশুদের পুষ্টিচাহিদা পুরন ও ঝরে পড়ার হার কমবে।
উল্লেখ্য, প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের দুধের পুষ্টি ও অন্যান্য বিষয়ে ধারণা দেওয়া হয়|
(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০২৬)
