রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল- ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেএম ফরিদুজ্জামান ফরহাদ দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। 

আজ শনিবার বিকালের দিকে নড়াইল- ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ শহরের সিএন্ডবি চৌরাস্তা, লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারসহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ীসহ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি এসএম শাহিন বিপ্লব, খায়রুল ইসলাম দুলাল, ইউপি সদস্য ইমদাদুল হক মল্লিক, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জিকাত সরদারসহ প্রমূখ।

এর আগে বেলা ১১ টার দিকে নড়াইল- ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপজেলার ঐতিহ্যবাহী এড়েন্দা হাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

(আরএম/এসপি/জানুয়ারি ১৭, ২০২৬)