রিপন মারমা, কাপ্তাই : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি কাপ্তাইয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মোঃ তৌফিক ইমাম। তিনি বলেন, "নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি।" তিনি কোনো ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন–২ শাখা) মোসাদ্দেক মেহদী ইমাম বলেন, "ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।"
সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ

রুহুল আমিন জানান, আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে কাপ্তাইয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের নিরাপত্তা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, সিনিয়র সাংবাদিক মাহফুজ আলম ও কাজী মোশারফ হোসেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান-কারবারি এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল অংশীজন নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের উদ্বুদ্ধ করতে এবং একটি সফল নির্বাচন উপহার দিতে অঙ্গীকার ব্যক্ত করেন।

(আরএম/এএস/জানুয়ারি ১৮, ২০২৬)