আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি করার অভিযোগে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় বিক্ষোভকারীরা আমির হামজার কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে গণজুতা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানান।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরাতন রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
তিনি বলেন, একজন ধর্মীয় বক্তার মুখ থেকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য আসে, তাহলে কোনোভাবেই আমরা তা মেনে নিতে পারি না। এটি শুধু একটি পরিবারের নয়, বরং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত।
তিনি আরো বলেন, বিএনপি স্বাধীনতার ঘোষক। ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক, আর দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরুদ্ধের প্রতীক। জামায়াত নেতা আমির হামজা যেভাবে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করেছেন। এমন জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদে জনগণ তার কুশপুত্তলিতে গণজুতা নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে। যদি মনে করেন একাত্তরের প্রতিশোধ নেবেন, ভুল করবেন, জামায়াত ইসলামী স্বাধীনতার বিপক্ষের শক্তি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাকে কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত নেতা আমির হামজার ২০২৩ সালের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে করা একটি মন্তব্যকে অনেকেই আপত্তিকর ও সম্মানহানিকর হিসেবে অভিহিত করেছেন, যার জের ধরেই এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
(এসকেকে/এএস/জানুয়ারি ১৮, ২০২৬)
