তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে উৎসাহ-উদ্দিপনা ও সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি। সকলে যাতে গণভোটে অংশ নেয় সে ব্যাপরেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে “নিরাপত্তা সমন্বয় সভা” শেষে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, আইন-শংখলা বাহিনীর সাথে যারা জড়িত রয়েছেন তারা সবসময় তৎপর রয়েছেন।আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কাজ করতে হয় আমরা তা সবটাই করবো বলে তিনি জানান।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, সেনা ক্যাম্পের অফিসারবৃন্দ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় রেঞ্জ ডিআইজি ঢাকা থেকে সরাসরি গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে আসেন। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পরে পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিআইজি। পুলিশ সুপার মো: হাবীবুল্রাহর সভাপতিত্বে অনুষ্ঠি এ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সিভিল স্টাফগণ অংশ নেন। তারা তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। ডিআইজি তাঁর বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে তিনি নির্দেশ প্রদান করেন। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সকল অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন।

তিনি প্রধান উপদেষ্টার প্রত্যাশা উল্লেখ করে বলেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।" এরপর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক।

সভায় গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ডেপুটি ডিরেক্টর এনএসআই, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অতিরিক্ত পুলিশ সুপার - র‍্যাব, গোপালগঞ্জ জেলায় কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পুলিশের সকল কর্মকর্তাগণ, সকল অফিসার ইনচার্জগণ।

প্রধান অতিথি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট- ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারীদের সাথে কাজ করতে বলেন। জেলার সকল দপ্তরের সাথে ভালো সমন্বয় রেখে কাজ করতে পরামর্শ দেন। এছাড়া জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখাসহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৮, ২০২৬)