সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : হরিণ শিকারের কাজে ব্যবহৃত দুই শতাধিক অবৈধ ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহলফাঁড়ির ফুলখালী এলাকা থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক মোঃ ফজলুল হক জানান, বন্যপ্রাণী রক্ষায় 'ফুট পেট্রোলিং'এর বিকল্প নেই। এই ব্যবস্থার মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলের নিরীহ প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব। তিনি আরও বলেন, দুস্কৃতিকারীরা নানা কৌশের সুন্দরবনের মধ্যে ঢুকে সুবিধামত স্থানে ফাঁদ পেতে রাখছে।
তাতে হরিণসহ গুরুত্বপুর্ন নানা প্রজাতির প্রাণী আটকা পড়ে মারা পড়ছে। যে কারনে সাম্প্রতিক সময়ে সুন্দরবনের অভ্যন্তরে 'ফুট পেট্রোলিং' এর ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়ায় নিরীহ প্রাণীগুলোকে রক্ষা করা সহজ হবে। প্রতিটি স্টেশন ও টহলফাঁড়ির আওতাধীন এলাকায় নিয়মিত 'ফুট পেট্রোলিং' ব্যবস্থা চালু করার কথাও জানান তিনি।
(আরকে/এসপি/জানুয়ারি ১৮, ২০২৬)
