বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রসাশন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে আসছে। প্রসাশনের এই অভিযানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সেই সাথে সড়ক পরিবহন, জলমহাল সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থ দন্ড ও মামলা করা হয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে যৌথ বাহিনী সদর ইউপি'র নামাজখালী ঘাটে এক অভিযান পরিচালনা করে বেশকিছু মালামাল জব্দ করে। পরবর্তীতে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে ইউনিয়ন ভূমি অফিস এর ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সোনাতলা থানায় মামলা করেন উপ-সহকারী ভুমি কর্মকর্তা দেয়ান-সাদ-উন-আরাফাত।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রানীরপাড়ায় বাঙালি নদীর ঘাটে কিছু আইন অমান্যকারী অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে বিভিন্ন এলাকায় বেচাকেনা করে আসছে। বিষয়টি জানতে পেরে যৌথবাহিনীর অভিযানে ১টি এপাচি (আরটিআর) মোটরসাইকেল, বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন, ৩টি ট্রাক্টর ও বেশকিছু পাইপ জব্দ করা সহ এক ব্যক্তিকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যান এর অধীনে দেন যৌথবাহিনী।

সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি বাদি হয়ে থানায় মামলা দিয়েছি।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল বলেন, ৩টি কাঁকড়া, ২টি ড্রেজার মেশিন, মোটরসাইকেল ও পাইপগুলো আমি থানায় জমা দিয়েছি।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন, আমরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় রানীরপাড়ায় এই অভিযান। তিনি আরো বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে।

এদিকে নির্বাচন আচরণবিধি পরিলক্ষিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ এর জন্য নিয়মিত প্রসাশনিক অভিযান পরিচালিত হচ্ছে। তার ধারাবাহিকতায় পৌরসভার রেলগেট, থানা মোড়, কলেজ এলাকা, বালুয়াহাট, মধুপুরের আড়িয়াঘাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছন প্রসাশন।

সোনাতলা থানার সেকেন্ড অফিসার এসআই গৌতম চক্রবর্তী জানান, কাঁকড়া মটরসাইকেল ড্রেজার মেশিন ও পাইপ জমা পেয়েছি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জলমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে মামলা নেয়া হয়েছে।

এদিকে প্রসাশনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ। তারা জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের অত্যচারে অতিষ্ঠ আমরা। বিশেষ করে অদক্ষ ট্রাক্টর চালকের কারণে পুরো উপজেলায় বিগত দিনে বেশ কয়েকটি তাজা প্রাণ ঝড়ে গেছে। তবে যাদের নেতৃত্বে বালু উত্তোলন ও বেচাকেনা হয় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানালেন তারা।

(বিএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)