মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দৃবৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে হতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলেন- আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম আক্তার (৮)। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। তারা স্থানীয় নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস পূর্বে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকায় নুরুজ্জামানের বাড়িতে একটি ঘর ভাড়া নেন। সেমবার বেলা ১২টার দিকে স্থাানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুরিশে খবর দিলে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়া জনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার পর হতে নিহতের স্বামী দিন মজুর মিজানুর রহমান মিয়া পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাটানো হয়েছে।

(এমকে/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)