সুন্দরবনে হরিণ মারার ফাঁদসহ তিনজন আটক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে পাতা ফাঁদসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। আজ সোমবার দুপুরে সুন্দরবনের সংরক্ষিত এলাকা সন্ন্যাসীর খাল নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার কয়রা থানার গোলখালী গ্রামের গণি মোড়লের ছেলে এনামুল মোড়ল (৩০), আনারুল ইসলাম (৩২) ও একই গ্রামের আলাউদ্দিন ঢালীর ছেলে মেহেদী হাসান (২৮)।
কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান, ফরেস্টার কামাল হোসেন, এফজি পলাশ কুমার, বিএম মোঃ মোস্তফা ও অন্যান্য স্টাফের সমন্বয়ে এলাকায় ফুট পেট্রলিং এর সময় হরিণ ধরার ছিটকে ও মালা ফাঁদ পাতা অবস্থায় ঘটনাস্থল থেকে তিনজন আসামিকে আটক করা হয়। এসময় কাঁকড়া ধরার নিষিদ্ধ আটন, একটি ডিঙ্গি নৌকা, অন্যান্য মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার মোঃ ফজলুল হক জানান, কাঁকড়া ধরার নিষিদ্ধ সময়ে সুন্দরবনে সংরক্ষিত এলাকায় প্রবেশ করে অবৈধভাবে ফাঁদ পাতার অপরাধে বনআইনে মামলা দিয়ে আসামীদের কয়রা বন আদালতে প্রেরণ করা হয়।
(আরকে/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)
