‘গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে’
স্টাফ রিপোর্টার : গণতন্ত্র এবং নাগরিক অধিকারের স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত ‘পলিসি সামিট-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন যে, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।
তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, তেমন যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করতে প্রস্তুত জামায়াত।
সামিটে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা উপস্থাপনের পাশাপাশি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ও কর্মসংস্থান নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সামিটের মূল লক্ষ্য হলো নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিক-নির্দেশনা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা এবং একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া। দিনব্যাপী এই আয়োজনে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপন ও প্যানেল আলোচনার মাধ্যমে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুপারিশ প্রণয়ন করা হবে।
(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০২৬)
