পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স বজায় রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ের ফলে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি মূল পর্বে খেলার পথে অনেকটা এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।
দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ।
ওপেনার দিলারা আক্তারের ৩৫ এবং শারমিন আখতারের ২৮ রানের ওপর ভর করে মজবুত ভিত্তি পায় দল। মাঝপথে সোবহানা মোস্তারি ২৪ বলে অপরাজিত ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। তবে ইনিংসের শেষ দিকে আসল ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে ৩৭ রানের এক টর্নেডো ইনিংসে ৪টি বিশাল ছক্কা হাঁকান তিনি।
স্বর্ণার এই বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
১৬৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি পাপুয়া নিউগিনি। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলটির অধিনায়ক বাউই টাউ সর্বোচ্চ ৩৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নেন। এছাড়া রাবেয়া খাতুন ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।
বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ছিল টাইগ্রেসদের দারুণ তৎপরতা। রান আউটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য পাপুয়া নিউগিনির প্রয়োজন ছিল ৩৫ রান, যা প্রায় অসম্ভব ছিল।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানে থামে তাদের ইনিংস। ৩০ রানের এই জয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল বাংলাদেশ।
(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০২৬)
