ভারতে ‘অনুমতি ছাড়া’ নামাজ পড়ায় ১২ জন মুসলিম আটক
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ‘প্রয়োজনীয় অনুমতি না নিয়ে’ একটি ফাঁকা বাড়িতে জুমার নামাজ পড়ার অভিযোগে ১২ জন মুসলিমকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বেরেলি জেলার একটি গ্রামে। অবশ্য সমালোচনার প্রেক্ষাপটে আদালত থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ‘প্রশাসনের কাছে’ অনুমতি না নিয়ে তারা সেখানে নামাজ পড়েছিল।
অচেনা বাড়িতে নামাজ পড়ার সেই ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নেয় পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) ১২ জনকে আটক করে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দেওয়া হয়। পরে তাদের আদালতে তোলা হলেও জামিন হয়ে যায়।
জেলার পুলিশ সুপার (দক্ষিণ) আংশিকা ভার্মা জানিয়েছেন, মোহাম্মদগঞ্জ গ্রামের মানুষরা জানিয়েছিলেন, গত কয়েক সপ্তাহ ধরে একটি ফাঁকা বাড়িতে অস্থায়ীভাবে মাদরাসা চালানো হচ্ছে।
অনুমতি ছাড়া কোনো ধর্মীয় কার্যকলাপ, সমাবেশ আইন লঙ্ঘনের শামিল। এরপরই আমরা অভিযানে নামি
জানা যায়, ওই বাড়িটি মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তির। ফাঁকা বাড়িটিতে মালিক বা পুলিশের থেকে কোনো আগাম অনুমতি না নিয়ে সেখানে স্থানীয় মুসলিমরা জমায়েত হয়ে জুমার নামাজ পড়ে আসছিল।
পুলিশের দাবি, স্থানীয়রাই পুলিশের কাছে অভিযোগ জানায় যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে অনুমতি না নিয়েই, ওই ফাঁকা বাড়িটিতে নিয়মিতভাবে নামাজ পড়া চলছে।
এরপরেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে বিশরতগঞ্জ থানার পুলিশ।
(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০২৬)
