‘গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে’
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে। যেসব বিষয়ের উপর গণভোট হবে সেগুলো হলো- নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুইকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলের বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সেবা গ্রহিতাদের মধ্যে গণভোটের বিষয়ে প্রচারণার জন্য অনুরোধ জানান।
সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বিষ্ণুপদ পাল, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালক কর্নেল রওনক , বাংলাদেশ সেনাবাহিনীর সাতক্ষীরা সদরের কর্মকর্তা নাবিল রিফাত মনজুর,১৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান,সাংবাদিক কল্যান ব্যানার্জী প্রমুখ।
(আরকে/এএস/জানুয়ারি ২০, ২০২৬)
