সালথা প্রতিনিধি : আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জাকের পার্টির বিশ্ব ইসলামী মহা সম্মেলন। ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে গত ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ বিশ্ব ইসলামী মহা সম্মেলন আজ ফজর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।  

দেশের দুর দুরান্ত থেকে লাখ লাখ জাকেরান ও আশেকানরা এতে অংশ নেন। আর এই চার দিনব্যাপী মহাসম্মেলনে পাঁচ ওয়াক্ত নামাজ, নফল ইবাদত, জিকিরের আসকার সহ ইবাদত বন্দেগী চলে।

বিশ্ব ইসলামী মহাসম্মেলনে সোমবার (১৯ জানুয়ারি) রাতে সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল ও মহাসচিব শামীম হায়দার।

আজ ফজর নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এবারের ইসলামী মহাসম্মেলন শেষ হয়।

(এএন/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)