গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ৪২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আলম (৪১) ও আবু তাহের (৪৪)।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার জয়নগর-ব্যাসপুর সড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড তাদের গ্রেফতার করে। সদস্যরা। তাদের মাইক্রো বাসে তল্লাশি চালিয়ে ৪২ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। এসময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের পক্ষ থেকে আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাশিয়ানী থানায় সোমবার রাতে মামলা দায়ের করা হয়েছে। ওই দু’জনকে কাশিয়ানী থানায় সোপর্দ করা হয়েছে।
কাশিয়ানী থানার ওসি মো: মাহফুজুর রহমান জানান, মাদক মামলার ২ আসামিকে আজ মঙ্গলবার গোপালগঞ্জের আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠানো হয়েছে।
(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)
