‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
রিপন মারমা, রাঙ্গামাটি : বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫’ প্রতিপালনের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন ভিডিও চিত্রের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, বিধিমালা অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীকে বিধিমালার ৪ থেকে ২৫ নম্বর পর্যন্ত সকল বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপটৌকন প্রদান বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। প্রার্থী কোনো প্রতিষ্ঠান বা সমিতি থেকে কোনো ধরনের সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না। প্রচারণার কাজে সরকারি সার্কিট হাউজ, ডাক-বাংলো বা রেস্ট হাউজ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অবহিতকরণ সভায় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল এবং কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: রহমত উল্লাহ, উপদেষ্টা ইকরাম হোসেন বেলাল, আহবায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনরুর রশিদ, কাপ্তাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আবুল হাসেম সহ প্রতিদন্ধী রাজনৈতিক দলের প্রতিনিধির, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সামনে ইউএনও মহোদয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)
