তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্রাহ।

এছাড়া এ সম্মেলনে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক। জেলার ৫ উপজেলার ৫শ’ মসজিদের ৫শ’ ইমাম এ সম্মেলনে যোগ দেন।

বক্তরা বলেন, ইমামরা বয়ানের মাধ্যমে জনগনকে উদ্ভুদ্ধ করা সহ রাষ্ট্র গঠনে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটাররা যাতে গণভোটে অংশ নিতে কেন্দ্রে গিয়ে তাদের মতামত দেন, সে জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে ইমামমদের প্রতি বক্তারা আহবান জানান।

গণভোটে হ্যা ভোট দিলে দেশ ও সংবিধানে কি কি পরিবর্তন আসবে সে বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। তারা গণভোট নিয়ে মসজিদে সাধারণ মুসল্লীদের হ্যা ভোটের পক্ষে বয়ান করার জন্যে ইমামদের প্রতি আহবান জানান।

(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)