নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নগরকান্দা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরাজ শারবীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সময়ে প্রতিটি দপ্তরের দায়িত্ব, সহযোগিতা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল দপ্তরের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা, সরকারি দপ্তরের নিরপেক্ষতা এবং প্রশাসনিক প্রস্তুতি জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন।

(পিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)