ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এই সেমিনারটি আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ।

ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়ার সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনসারি।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

(এন/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)