ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : গণভোটের বিষয়বস্তু সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়ার সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনসারি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজু আহমেদ বলেন, আসন্ন গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা গুরুত্বপূর্ণ। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। জনগণ সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করলে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সঠিক প্রতিফলন নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার সম্পর্কে সঠিক ধারণা ও অংশগ্রহণমূলক মনোভাব গড়ে তোলার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ভোটাধিকার শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, এটি নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। ‘দেশের চাবি আপনার হাতে’ এই বার্তা প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

(এন/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)