লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গণসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ফায়ার সার্ভিসের সচেতনতামূলক কার্যক্রমের কারণে আগের তুলনায় অগ্নিকান্ডসহ দুর্ঘটনা নিয়ন্ত্রণে এসেছে বলে সভায় জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দালালমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. ফাহমিদা লষ্কর। একই সঙ্গে লৌহজংয়ে সেবার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু ও সকল সাংবাদিকদের নিয়ে শিগগিরই একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
সভায় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, গ্রাম আদালতে যদি বেশি সংখ্যক বিরোধ নিষ্পত্তি করা যায়, তাহলে আদালতের মামলার চাপ অনেকটাই কমে আসবে।
এছাড়া মাদক নিয়ন্ত্রণ, কোস্টগার্ডের কার্যক্রম আরও জোরদার করা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ফাহমিদা লষ্কর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা এলজিইডির কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া ও উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাংবাদিক মিজানু রহমান ঝিলু, শহীদ সুরুজ, লৌহজং উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, কোষাধ্যক্ষ স্বপন ব্যাপারীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সভায় অংশ গ্রহন করেন ও বক্তব্য রাখেন।
(এমকে/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)
