তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : শিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের সকল সেমিস্টারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে মেধাবী এই শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রায় ১৭ লাখ টাকা বৃত্তি দেওয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই মোট ৩৫ লাখ টাকা বৃত্তি প্রদান করা হবে। এখন থেকে নিয়মিত স্নাতক পর্যায়ে সকল অনুষদ ও বিভাগে প্রথম স্থানধারী শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে স্কলারশিপ ডেস্ক চালু করার। যাতে করে শিক্ষার্থীদের দেশ বিদেশে বিভিন্ন স্কলারশিপ প্রাপ্তিতে সহায়তা করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, স্কলারশিপ শব্দটা শুনলেই শরীরে কেমন জানি শিহরণ জাগে। যা অনেক বেশি গর্বের। অনেক বেশি অহংকারের। কারণ স্কলারশিপ কোনো করুণা নয়। এটি শিক্ষার্থীদের অর্জন। আমরা চাই শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যাক।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, আজ এই মঞ্চের সামনে বসা শিক্ষার্থীদের আমরা মেধার স্বীকৃতি দিচ্ছি। এই স্বীকৃতির একটা মূল্য আছে। যাদের আগামীতেও মেধার প্রমাণ রেখে যেতে হবে। কারণ প্রাপ্তির একটা যাতনা আছে। সেই যাতনা থেকেই আজকের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।

এসময় সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)