শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ ০১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: আব্দুল্লাহ। পাটাভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সমাজসেবক কাউসার মৃধা এর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সিরাজ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সহ সভাপতি আ: রহিম মৃধা ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজীন, উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(এআই/এএস/জানুয়ারি ২১, ২০২৬)