দিনাজপুরে পাঁচজনের প্রার্থীতা প্রত্যাহার
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনাজপুর জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
প্রার্থী প্রত্যাহারকারিরা হলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টি-জেপি'র সুবীর চন্দ্র শীল, দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রেজাউল করিম, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিস এর মো.আব্দুল কাদের চৌধুরী এবং দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুর ও হাকিমপুর) আসনে আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টি) এর মো.আব্দুল হক।
প্রসঙ্গত,দিনাজপুরের ছয়টি আসনে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৫ টি বাতিল ও একটি স্থগিত করা হয়। ৪২ টি বৈধ প্রার্থী ঘোষিত হয়।
বৈধ প্রার্থী ৪২ জনের মধ্যে ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে পাঁচজন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেঈ। জোট বদ্ধতায় জামায়াত দিনাজপুর-৫( পার্বতীপুর-ফুলবাড়ী আসনে প্রার্থীতা প্রত্যাহার করে এই আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছেন।
(এসএএস/এএস/জানুয়ারি ২১, ২০২৬)
