রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১১ কক্ষবিশিষ্ট ৫টি বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এলাকার জনৈক জাফর মিস্ত্রির রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী ঘরগুলোকে গ্রাস করে। আগুনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি নিজেরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর তৎপরতায় খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে রাঙ্গামাটি সেনা জোনের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে সহায়তা প্রদান করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি স্টেশনের অতিরিক্ত পরিচালক নিউটন দাশ জানান "আকস্মিক এই অগ্নিকাণ্ডে ১১টি কক্ষ সম্বলিত ৫টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের কারণে আগুন আরও বড় এলাকায় ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।"

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় থাকা পরিবারগুলো এখন সরকারি ও বেসরকারি সহযোগিতার অপেক্ষায় রয়েছে।

(আরএম/এএস/জানুয়ারি ২১, ২০২৬)