গণভোটে “না” ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সমতা পার্টি
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনে অন্তর্বর্তীকালীন সরকার যে ‘গণভোট’ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সেই গণভোটে দলের নেতাকর্মী-সমর্থকসহ দেশবাসীকে “না” ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সমতা পার্টি।
আজ বুধবার পার্টির কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে গণভোটে “না” ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।
এ সম্পর্কে সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশী বলেন, সংসদের বাহিরে হ্যাঁ/না ভোট অসাংবিধানিক। সংবিধানে গণভোট বলে কিছু নেই।
হানিফ বাংলাদেশী আরো বলেন, জনগণ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, জনপ্রতিনিধি সংসদে যাবে, সেখানে রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে আইন প্রণয়ন করবে, সংবিধানের অসঙ্গতিগুলো সংস্কার করবে এটাই গণতান্ত্রিক নিয়ম। সংসদের বাহিরে হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কার হলে সংসদকে খাটো করা হয়, জনপ্রতিনিধিদের অপমান করা হয়। বাংলাদেশ সমতা পার্টি সংস্কার চায় কিন্তু সেটা সংসদের মাধ্যমে। তাই আসন্ন গণভোটে বাংলাদেশ সমতা পার্টি "না"ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
(পিআর/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
