শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন’-এ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল থেকে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে প্রার্থীরা।

প্রতীক বরাদ্দের পূর্বমুহুর্তে জেলা নির্বাচন রিটার্নিং অফিসার নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত ব্রিফিং দেন।

বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থীরা হলেন- দিনাজপুর-৬ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর সদর-৩ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম। দিনাজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী ও জামায়াতে ইসলামীর প্রার্থী আনম আফজালুল আনাম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

দিনাজপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে এনসিপি প্রার্থী ডা. আহাদ আলীকে সমর্থন দেওয়ায় ওই আসনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দিনাজপুরের ছয়টি আসনে বিএনপি থেকে ছয়জন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মাধ্যমে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনি উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(এসএস/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)