কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে কেআরসি উচ্চ বিদ্যালয়ের বিশেষ উদ্যোগে ‘মেধা বৃত্তি–২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা বৃত্তি–২০২৫ এর আহ্বায়ক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইশারুল হক। বিদ্যালয়ের অফিস সহকারী নাছির উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মেধা বৃত্তি কমিটির সদস্য সচিব ও সহকারী শিক্ষক মোঃ তৌহিদ কায়সার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কে আর সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। তিনি তার বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই বৃত্তি কেবল একটি পুরস্কার নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি শক্ত ভিত। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, কে আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হক আজাদ এবং ইসলামি শিশু একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ ইশারুল হক বলেন, “প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও পরিচর্যা করা অত্যন্ত জরুরি। কে আর সি উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, এবারের মেধা বৃত্তি পরীক্ষায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির সর্বমোট ১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা ও ফলাফলের ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। কৃতী শিক্ষার্থীদের মধ্যে মুয়াজবিন রিয়াদ, নুহাদ রায়হান চৌধুরী, মুবাশশিরা বিনতে মাসুদ, থোয়াইহ্লাচিং মারমা, উক্যচিং মারমা এবং ইকরাতুল জান্নাত রামিমসহ অন্যান্যদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কর্ণফুলী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি রোকসানা আক্তারসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামী কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক ও কেআরসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)
