লৌহজংয়ে ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬) নামে দুই সহদোর বোনকে ৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের পিতার নাম মতিউর রহমান ওরফে মতি মাদবর।
আজ বৃহস্পতিবার সকালের দিকে তাদের উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারভোগ ঈদগাহ এলাকায় অবস্থান নেয়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ইতি ও কাকলীকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে তিনটি নীল রঙের জিপার প্যাকেটে রাখা মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব মাদক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতি মাদবরের ছেলেরা শিমুলিয়া ঘাটে জুয়া, মাদক ও ছিনতাইকরী চক্রের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। এমনকি তার এক ছেলে একজন সাংবাদিককে শিমুলিয়া ঘাটের তাদের অপকর্মের ছবি ধারণ করায় মারধর করে। যা গত মাসে কুমারভোগ ইউপি গ্রাম আদালতে সালিস মিমাংসা হয়।
(এমকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)
