জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমনে সংবাদ সম্মেলন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : নির্বাচনী জনসভা উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের আগমনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা জামায়াতের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
জেলা আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আগামিকাল শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ২ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এ উপলক্ষে লোক সমাগমসহ নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
(এসএস/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)
