২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুইশত বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান উৎসব উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে অনুষ্ঠিত লোক কবিগানে অংশ নেন মাদারীপুরের বাবু সম্প্রতি সরকার ও নড়াইলের বাবু সুরঞ্জন সরকার। কবিগানের পালায় ধর্মীয়, সামাজিক ও লোকজ ঐতিহ্যের নানা বিষয় তুলে ধরে কবিরা দর্শকদের মনোরঞ্জন করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে সজীব মন্ডল জানান, বাজিদাদপুরে প্রায় দুই শত বছর ধরে এ সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। নিয়ম অনুযায়ী প্রথম দিন পূজা অর্চনা এবং পরের দিন লোক কবিগানের আয়োজন করা হয়। এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে প্রতিবছর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
(পিবি/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)
