কাপ্তাইয়ে দীপেন দেওয়ানের প্রথম জনসভায় মানুষের উপচে পড়া ভিড়
রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটির ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হতে পারলে কাপ্তাইকে একটি আধুনিক অর্থনৈতিক জোন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী স্টেডিয়ামে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
জনসভায় দীপেন দেওয়ান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরেন।
কাপ্তাইকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা।দীর্ঘ প্রতীক্ষিত চন্দ্রঘোনা-রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম (KPM) ও কেআরসি (KRC) পূর্ণরূপে চালুকরণ,কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, কাপ্তাইকে মৌজা ঘোষণা ও মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা।
বক্তব্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, "মনে রাখবেন আমি কাপ্তাইয়ে লোক। এই এলাকার উন্নয়নে যা যা করা প্রয়োজন, তার সবটুকুই আমি করব।"কাপ্তাই উপজেলা বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় উপজাতি বিষয়ক(সহ-সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) মনীষ দেওয়ান, বিএনপি কেন্দ্রীয় সদস্য সাথি উদয় কুসুম বড়ুয়া, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দিপু,সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভূট্টো), সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপি'র সিনিয়র সদস্য মৈত্রী চাকমা, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া,তাঁতি দলের সভাপতি মো: শফি, যুবদল সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর ২টা থেকেই কাপ্তাইয়ের ৫টি ইউনিয়ন থেকে ব্যানার-প্ল্যাকার্ডসহ মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। জনসভা চলাকালীন ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি উপর পাড়া এলাকার অজিত কুমার
তঞ্চঙ্গ্যা'র নেতৃত্বে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৮০ জন নারী-পুরুষ দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে পুরো স্টেডিয়াম এলাকা মুখরিত করে তোলে, যা নির্বাচনী প্রচারণায় এক নতুন আমেজ সৃষ্টি করেছে।
(আরএম/এএস/জানুয়ারি ২৩, ২০২৬)
