শ্রীনগরে ডোবা থেকে অটো চালকের মৃতদেহ উদ্ধার
আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে এক অটো চালকের মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করেছে দুবৃত্তরা। অটো চালকের নাম সোহেল (১৭)।
গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া ব্রিজের নিচে একটি ডোবা থেকে ওই অটোচালকের লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। নিহত অটোচালক সোহেলের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। তার পিতার নাম খবিরউদ্দিন উদ্দিন। সে দীর্ঘদিন যাবত পরিবার পরিজন নিয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ভারালিয়া গ্রামের রহমান মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, বুধবার সকালে তার স্বামী অটোরিক্স নিয়ে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়। ঐ দিন রাত ৯টার পর থেকে তার স্বামী সোহেলের মোবাইল ফোনটি বন্ধ পান। পরে রাতে বিভিন্ন জায়গায় তারা সোহেলের খোঁজ করেন। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর থানায় এসে তার লাশটি শনাক্ত করেন।
শ্রীনগর থানার এসআই মাইনুল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
(এআই/এসপি/জানুয়ারি ২৩, ২০২৬)
