স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।

তিনি বলেন, একটি দল নতুন করে ভারতের সাথে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, ৪ কোটি যুবক এটা হতে দেবে না।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ডা. তাহেরের নির্বাচনী এলাকায় শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোড়করা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে।
আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।

জনসভায় বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।
তাদেরকে ভালো হয়ে যাওয়ার আহ্বান করব। যারা শয়তানি করে, তাদের মারবেন না। ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদেরকে আমরা ছেড়ে দিব না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতে আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিশ উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

জনসভায় সভাপতিত্ব করেন শিল্প উদ্যোক্তা মহিউদ্দিন ভূঁইয়া নইম। সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৬)