পাংশায় ব্যাবসায়ীকে মারপিট নগদ অর্থ ছিনতাই
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরধরে মো: আব্দুল আলীম (৪০) নামে এক ব্যবসায়ী কে মারপিট ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ৯ টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা বাজার ও খামার পড়ার এলাকার ফাঁকা রাস্তায় তাকে মারপিট করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়।
আহত মো: আব্দুল আলীম উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া এলাকার মৃত হাসেন আলী ফকিরের ছেলে। সে দীর্ঘ ১০ বছর প্রবাসে থেকে বাড়ি ফিরে মেঘনা বাজারের ব্যবসায়ী করছে।
আহত আব্দুল আলীম বলেন,গত বৃহস্পতিবার রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। বাজার থেকে কিছুদূর ফাঁকা রাস্তায় আসলে পেছন থেকে মারপিট শুরু করে দবির প্রামাণিক (৩৬),বাবু মন্ডল (৩৩) ও রাকিব হোসেন (২৫)।এ সময় তারা আমার কাছে থাকা ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমাকে রড় দিয়ে বেধড়ক মারপিট করে কপাল ফাটিয়ে দেয়।তাদের সাথে ১৭ সাল থেকে জাইগা জমি নিয়ে আদালতে মামলা আছে।তারা দীর্ঘদিন যাবত আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
তিনি আরও বলেন, আমি সুস্থ হয়ে থানায় মামলা করবো।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডা: রোকসানা বলেন, আহত আব্দুল আলীম কপাল কাটা ও শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা আঘাত নিয়ে হসপিটালে ভর্তি হয়।এখন তার অবস্থা আশঙ্কা মুক্ত।
(একে/এএস/জানুয়ারি ২৩, ২০২৬)
