গাজীপুর ২ আসনে ঐক্যবদ্ধ বিএনপি, ধানের শীষের পক্ষে প্রচারণা
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : এলিভেটেট এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলকে টঙ্গীতে নিয়ে আসা এবং ঢাকা হতে ময়মনসিংহ বিভাগ সহ উত্তরবঙ্গের সংযোস্থল টঙ্গীর ঝুঁকিপুর্ণ ভাঙ্গা তুরাগ ব্রীজটি পুনর্নির্মাণ সহ নানান উন্নয়নের অঙ্গীকার করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন গাজীপুর-২ আসন থেকে মনোনীত প্রার্থী, গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। তিনি বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা কেন্দ্রে যাব, আর ফলাফল নিয়ে ঘরে ফিরব।
শুক্রবার বিকেলে টঙ্গী সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের জনাকীর্ণ মাঠে ঐক্যবদ্ধ বিএনপির পক্ষ হতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক এমপি, বিএনপি'র স্থায়ী নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের উপস্থিতিতে, বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের কার্যনির্বাহি কমিটির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হতে সদ্য মনোনয়ন প্রত্যাহারকারী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক কাজী সায়দুল আলম বাবুল।
বাংলাদেশ জামায়েত ইসলাম মনোনীত প্রার্থী না থাকলেও নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে সবাইকে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে প্রচারণা চালাতে আহবান জানান এম মনজুরুল করিম রনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই নির্বাচনকে সহজ করে দেখার সুযোগ নাই। সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকার সহ গাজীপুর-২ আসনের জেলা, থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ডখন্ড মিছিলে কলেজ মাঠটি কানায়কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে বক্তব্য রেখে বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, দলের চেয়ারপারসনের নির্দেশে গাজীপুর বিএনপি'র সকল নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। এ আসন থকে ধানের শীষের প্রার্থী বাংলাদেশের সর্বচ্চ ভোটে জয়ী হবে।
(জেইউ/এএস/জানুয়ারি ২৩, ২০২৬)
