গোপালগঞ্জে রাতের আঁধারে সরস্বতী মূর্তি ভাঙচুর
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে রাতের আঁধারে একটি সরস্বতী মূর্তির মাথার ঘাড় মটকে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পশ্চিম উজান কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মন্ডপে এ ঘটনা ঘটেছে।শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে কে বা কারা সরস্বতী মূর্তির মাথার ঘাড় মটকে ঝুলিয়ে রেখে যায় বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। ওই কর্মকর্তা আরো জানান, শুক্রবার পূজা শেষে রাত বারোটার দিকে পূজারীরা মন্দির ত্যাগ করেন।
তারপর কে বা কারা ওই সরস্বতী মূর্তির মাথার ঘাড় মটকে ঝুলিয়ে রাখে। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। পরে তারা থানায় অবহিত করেন। খবর পেয়ে মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু হাছনাত সহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য ,সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ঘটনা ঘটানোর আগেই ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়। এ কারণে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তাই এ ঘটনার সাথে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দিতে বলেছি। তারা অভিযোগ দিলেই এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
তবে এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন, রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।
তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
(টিবি/এএস/জানুয়ারি ২৪, ২০২৬)
