গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, হিন্দু মা বোনদের সিঁদুরের মুল্য দিতে জানে বিএনপি, তেমনি বিএনপি আমার মুসলিম ভাইদের টুপির মূল দিতে জানে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নবাসীর আয়োজনে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান বলেন, গোপালগঞ্জের মানুষ একটি বিশেষ দলের প্রতি দুর্বল ছিল এবং আছে। আমি আপনাদের সন্তান হিসেবে বলব- আজকে কিন্তু সেই দলটি নেই, সেই দলের প্রতীকও নেই। আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই মুকসুদপুর–কাশিয়ানীর কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন সম্ভব হবে।

তিনি বলেন, আজ কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের একটি সুযোগ আসছে। আপনারা আজ অনেকেই এখানে উপস্থিত আছেন। আপনারা আমার আত্নার আত্নীয়, একই গ্রামের বাসিন্দা। আগামীতে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি বলতে পারি- কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন এবং মাদক নির্মুলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিয়া ইসলাম মেঘলা, মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নার্গিস আক্তার, কাশিয়ানী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, কাশিয়ানী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, মাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

(টিবি/এএস/জানুয়ারি ২৪, ২০২৬)