ভাঙ্গায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ১৫
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালক ও বাসচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় বাসের যাত্রীসহ আরও অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।”
(ডিসি/এএস/জানুয়ারি ২৪, ২০২৬)
